যৌথ বাহিনী অভিযান চালিয়ে রাজশাহী নগরীর কাদিরগঞ্জ এলাকায় একটি বাড়ি ও কোচিং সেন্টারে বেশ কিছু অস্ত্র ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে। এ ঘটনায় মুনতাসিরুল আলম অনিন্দ্য নামের একজনকে আটক করা হয়েছে। অনিন্দ্য আগেও জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে একাধিকবার গ্রেফতার হয়েছিলেন।
অনিন্দ্য ‘ডক্টর ইংলিশ’ নামের ওই প্রতিষ্ঠানের পরিচালক।পুলিশ জানিয়েছে, অনিন্দ্য হলি আর্টিজান হত্যাকাণ্ডের পর ‘জঙ্গি সন্দেহে’ এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক এ এফ এম রেজাউল করিম সিদ্দিকী হত্যা মামলায় গ্রেফতার হয়েছিলেন।শিক্ষক হত্যা ও হোলি আর্টিজান বেকারিতে হামলার ঘটনায় তিনি পরিকল্পনা, অস্ত্র ও বিস্ফোরক সংগ্রহ, জঙ্গি নির্বাচন প্রশিক্ষণের সঙ্গে সরাসরি জড়িত ছিলেন বলে অভিযোগ সামনে আসে।তিনি আনসার আল ইসলামে যোগ দিয়েছিলেন। অনিন্দ্য তাঁদের দায়িত্বপ্রাপ্ত নেতা।
