ছবি : সংগৃহীত
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় শিশু ছাত্রীকে ধর্ষণ চেষ্টার মামলায় এক মাদরাসার শিক্ষককে গ্রেফতার করা হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পৌরসভার কেশবপুর থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার করা মাদরাসা শিক্ষকের নাম মেহেদি হাসান (২৬)। তিনি পৌর এলাকার সরদারপাড়া মহল্লার সিরাজুল ইসলামের ছেলে এবং তিনি কেশবপুর তা’লীমুল কোরআন নূরানী হাফেজিয়া ও ক্বওমী মাদরাসার শিক্ষক। এছাড়াও তিনি কেশবপুর মন্ডলপাড়া জামে মসজিদের ইমামতি দায়িত্ব পালন করেন। এঘটনায় শিশুটির মা বাদি হয়ে আক্কেলপুর থানায় মামলা করেছেন।
মামলা সূত্রে জানা গেছে, প্রতিদিনের ন্যায় সকাল ৬টায় মাদরাসার শিক্ষকের কাছে একটি গ্রামীণ জামে মসজিদের মক্তবে পড়তে যায় শিশু ছাত্রী। জেলার আক্কেলপুর উপজেলার কেশবপুর মসজিদ সংলগ্ন তালিমুল কোরআন নুরানী হাফেজিয়া ও কওমী মাদরাসায় একটি কক্ষে নিয়ে ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করে কর্মরত শিক্ষক। তখন ভয়ে চিৎকার দিতে চাইলে ছাত্রীকে ১০ টাকার একটা নোট দিয়ে ঘটনাটি কাউকে না বলার জন্য বলে সেই শিক্ষক। এরপর ছাত্রী বাড়িতে গিয়ে ঘটনাটি পরিবারকে জানায়। পরে ঘটনার বিষয়ে হুজুরের নিকট জানার জন্য মাদরাসায় যায় ছাত্রীর পরিবার। ঘটনার বিষয়ে এলাকার লোকজন জানাজানি হলে স্থানীয় লোকজন এসে তাকে আটক করে। থানা পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে হুজুরকে থানায় নিয়ে যায়।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম মামলা বিষয় নিশ্চিত করে জানান, এ ঘটনায় শিশু ছাত্রীটির মা বাদি হয়ে থানায় মামলা করেছেন। আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
সুত্রঃ দৈনিক শিক্ষা