সরকারের বিভিন্ন পর্যায় থেকে দেশে ‘জঙ্গি তৎপরতা না থাকার কথা’ বলা হলেও ভবিষ্যতের আশঙ্কা ‘নাকচ করে দিচ্ছেন না’ পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিটের (এটিইউ) প্রধান অতিরিক্ত আইজি মো. রেজাউল করিম।
বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন, “জঙ্গি নেই বলে আগামীতে হবে না, এটার গ্যারান্টি কেউ দিতে পারবে? আমাদের আরো সতর্ক থাকতে হবে। কারণ একটা ঘটনা বড় ধরনের ক্রাইসিস সৃষ্টি করতে পারে।”
পুলিশের এ কর্মকর্তা বলেন, “এ দেশের অধিকাংশ মানুষই উগ্রবাদ, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদে বিশ্বাসী না। তারপরেও কখনো কখনো যুক্ত হতে পারে দেশি-বিদেশি ষড়যন্ত্র। সম্ভাবনা যেকোনো সময় থেকেই যায়। আমরা সেটাকে নজরদারিতে রাখব।”
গত ১১ সেপ্টম্বর এটিইউ প্রধানের দায়িত্ব পান রেজাউল করিম। তার আগে তিনি সিলেট মহানগর পুলিশ কমিশনারের দায়িত্বে ছিলেন।
এটিইউ প্রধান বলছেন, “বিগত দিনে যারা কাজ করছে তারা হ্যাকার গ্রুপ, এক্সপার্ট সফটওয়্যার ইঞ্জিনিয়ার…। যেকোনো একটা দুর্ঘটনা ঘটতে পারে। এ জন্য আমাদের আরো সক্রিয় হতে হবে।”
আগের সরকারের সময়ে জঙ্গিদের বিরুদ্ধে বিভিন্ন অভিযানের বিষয়টি দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, “পেছনে কী হয়েছে না হয়েছে তা আপনারও জানেন আমরাও জানি। কোন ক্ষেত্রে কী হয়েছে। আমরা বলতে চাচ্ছি যে সত্য সত্য, মিথ্যা মিথ্যা। সে জায়গায় অবিচল থাকব।”
অপরাধকারীদের কোনো ছাড় দেওয়া হবে না মন্তব্য করে রেজাউল করিম বলেন, “আমরা এখন পর্যন্ত কোনো কিছু দেখি না। তারপরেও হয়ত কেউ যদি সেলফ মোটিভেটেট বা হঠাৎ করে মনে করছে…। সে হয়ত ভুল পথে যাচ্ছে, সে জায়গায় কাজ করার সুযোগ আছে, আমরা কাজ করব। হঠাৎ করে কেউ বিপথগামী হচ্ছে কিনা, এই জায়গায় আমাদের নজরদারি থাকা দরকার।”
২০০৫ সালে সিরিজ বোমা হামলার ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, “সেসময় যারা গ্রেপ্তার হয়েছিল, তারা কিন্তু স্বতস্ফূর্তভাবে স্বীকার করে। এটা তারা বিশ্বাস করে এটাই বুঝি তাদের মুক্তির পথ, এটাই মনে হয় জান্নাতের পথ দেখাবে।
“তারা সবাই ছিল অল্প শিক্ষিত। তারা নিজেরাও যেমন পূর্ণাঙ্গ জ্ঞানের অধিকারী না, যারা তাদের মোটিভেটেট করেছে তারাও না।”
সম্প্রতি জঙ্গি সন্দেহে মালয়েশিয়া থেকে ১০ জনকে ফেরত পাঠানোর ব্যাপারে তিনি বলেন, “প্রত্যেকে আলাদাভবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তারা সবাই লেবার শ্রেণির। তাদের ক্ষেত্রে সেরকম কিছু পাওয়া যায়নি। সে কারণেই একজনকে রেখে মালয়েশিয়া সরকার তাদেরকে ‘ক্লিয়ার’ করে দিয়েছে।”
জঙ্গি কার্যক্রমের পেছনে অর্থের যোগানদাতাদের ব্যাপারে এটিইউ আরও কাজ করছে বলে জানান অতিরিক্ত আইজি রেজাউল করিম।
সুত্র: বিডি নিউজ ২৪. কম