ছবি : সংগৃহীত
জামালপুরের ইসলামপুর উপজেলায় এক প্রধান শিক্ষকের বিরুদ্ধে দশ বছর বয়সী এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ধর্ষণের শিকার শিশুটির বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন।
বুধবার (২৯ অক্টোবর) ইসলামপুর থানার অফিসার ইনচার্জ আ.স.ম. আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার এজাহারে বলা হয়েছে, শিক্ষক মো. শামীম উল বাশার (৪০) মঙ্গলবার স্কুলছাত্রীকে বই ও চকলেট কিনে দেওয়ার কথা বলে ডেকে নিয়ে গুঠাইল এলাকায় তার বাড়ির কাছে একটি পরিত্যক্ত ঘরে ধর্ষণ করেন।
শিশুটি ঘটনার পর প্রথমে তার মাকে বিষয়টি জানায়। পরে পরিবারের অন্যান্য সদস্যদের সহযোগিতায় থানায় গিয়ে রাতেই মামলা দায়ের করা হয়। ঘটনার পর থেকে শিক্ষক পলাতক রয়েছেন।
ওসি আতিকুর রহমান জানান, শিশুটিকে মেডিকেল পরীক্ষার জন্য পাঠানো হবে এবং আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। পাশাপাশি, শিক্ষকের বিরুদ্ধে আরও এক শিশুর সঙ্গে ধর্ষণের চেষ্টা করার অভিযোগও রয়েছে।
সুত্রঃ দেশটিভি
