ছবি: সংগৃহীত
পটুয়াখালীর বাউফলে এক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে মো. জালাল হাওলাদার (৬৫) নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে শনিবার (১ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার কালাইয়া ইউনিয়নের চর কালাইয়া গ্রাম থেকে তাকে আটক করা হয়। তিনি ওই গ্রামের মৃত রশিদ হাওলাদারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত জালাল হাওলাদার দীর্ঘদিন ধরে ওই প্রতিবন্ধী নারীকে বিভিন্নভাবে উত্যক্ত করছিলেন। শনিবার গভীর রাতে সুযোগ পেয়ে তিনি ওই নারীকে রান্নাঘর থেকে মুখ চেপে পাশের বাগানে নিয়ে ধর্ষণ করেন বলে অভিযোগ পাওয়া গেছে।
নারীর চিৎকারে স্থানীয়রা ছুটে এসে ঘটনাস্থলেই জালাল হাওলাদারকে আটক করে পুলিশে খবর দেয়। পরে বাউফল থানা পুলিশ এসে তাকে হেফাজতে নেয়।
ভুক্তভোগীর পরিবার লিখিত অভিযোগ দিলে থানায় মামলা রেকর্ড করা হয়। রোববার সকালে ধর্ষণের শিকার নারীকে চিকিৎসার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তারুজ্জামান সরকার বলেন, ‘অভিযোগের ভিত্তিতে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে এবং ভুক্তভোগীকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।’
সুত্রঃ দেশ রূপান্তর
