দেশে এখনো কমপক্ষে ২০টি জঙ্গি সংগঠন সক্রিয় রয়েছে। এর মধ্যে মাত্র ছয়টি সংগঠনকে নিষিদ্ধ করেছে সরকার। এসব সংগঠনের প্রায় দুই হাজার সক্রিয় সদস্য বিভিন্ন সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেফতার হয়েছে বলে জানা গেছে। কিন্তু গ্রেফতারকৃতদের মধ্যে আবার বিভিন্ন সময় জামিন নিয়ে পলাতক রয়েছে তিন শতাধিক সদস্য। গোয়েন্দা ও র্যাব সূত্রে এসব তথ্য জানা গেছে। জঙ্গিবাদের পরিসংখ্যানে জামা’আতুল মুজাহিদিন (জেএমবি, হরকাতুল জিহাদ (হুজি), আনসারুল্লাহ বাংলা টিম (এটিবি), জাগ্রত মুসলিম জনতা বাংলাদেশ (জেএমজেবি), শাহাদত-ই-আল হিকমা ও হিজবুত তাহরীর ছাড়া হিযবুল মুজাহিদিন, আল্লাহর দল, শহীদ হামজা ব্রিগেড, হিযবুত তাওহীদ, আল হিকমা, তাআমীর উদ্দীন, লস্কর-ই-তৈয়বা, আসিফ রেজা কমান্ডো ফোর্স, জয়শ-ই-মোহাম্মদ, ইসলাম ও মুসলিম, তাসাউফ মহল ও সম্প্রতি খোঁজ পাওয়া আনসার আল ইসলামসহ দেশে অন্তত ২০টি জঙ্গি সংগঠন এখনো সক্রিয় রয়েছে রয়েছে। জঙ্গিবাদের কারণে এ পর্যন্ত বাংলাদেশে মোট ২২ হাজার ৭শ’ জনের মৃত্যু হয়েছে, হিন্দুদের ৩০০টি মন্দির ৫০০টি বাড়ি এবং ২০০ দোকান ভাংচুর করেছে তারা। জঙ্গিবাদ দেশের মানুষের মধ্যে ভীতি সৃষ্টি করে। জঙ্গিবাদ গণতান্ত্রিক রাষ্ট্রের সঙ্গে সাংঘর্ষিক। তথাকথিত জিহাদ ও খিলাফত প্রতিষ্ঠার মাধ্যমে ধর্মের নামে ইরাক, সিরিয়া ও আফগানিস্তানের মতো ইসলামী দেশগুলোতে জঙ্গিবাদ চলছে। সচেতনভাবে জঙ্গি সংগঠনগুলোর বিরুদ্ধে বাংলাদেশের খুব দ্রুত অবস্থান নেয় উচিৎ।
বাংলাদেশে এখনও ২০টি জঙ্গি সংগঠন সক্রিয়!
previous post
