জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের সময় দেশের বিভিন্ন কারগার থেকে পালাতক জঙ্গি, লুট হওয়া আগ্নেয়াস্ত্র ও গুলি এখনো উদ্ধার হয়নি। এই অস্ত্রগুলো হাত বদল হয়ে জঙ্গিগোষ্টী ও ভয়ঙ্কর অপরাধীদের হাতে চলে গেছে, অপরাধে ব্যবহৃত হচ্ছে। বিভিন্ন ঘটনায় তার প্রমাণ পাওয়া যাচ্ছে। তা ছাড়া কারাগার থেকে পালানো সাত শতাধিক বন্দী এদের মধ্য রয়েছে জঙ্গি, ফাঁসির আসামী ও ভয়ংকার সন্ত্রাসীরা এখনো ধরা পড়েননি। এ অবস্থায় জাতীয় নির্বাচন সামনে রেখে তাঁরা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিসহ ও দেশে অরাজকতা সৃষ্টি করতে পারে জঙ্গি সন্ত্রাসীরা তাই সবাইকে সর্তক থাকতে হবে।
