রাজধানীর নয়াপল্টন এলাকায় অবস্থিত ‘শারমিন একাডেমি’ নামের একটি স্কুলে শিশু শিক্ষার্থীকে নির্মমভাবে মারধরের ঘটনা ঘটেছে। বুধবার (২১ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাটির একটি ভিডিও ভাইরাল হয়ে নেটিজেনদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।
ভিডিওতে দেখা গেছে, আনুমানিক ৩-৪ বছর বয়সী এক শিশুকে স্কুল ইউনিফর্ম পরা অবস্থায় টানা-হেঁচড়ে একটি কক্ষে নিয়ে যাওয়া হচ্ছে। গোলাপি শাড়ি পরিহিত এক নারী শিক্ষক শিশুটিকে টেবিলের সামনে বসিয়ে বারবার চড় মারছেন এবং কড়া ভাষায় ধমক দিচ্ছেন। ভিডিওতে পরবর্তীতে একজন পুরুষ শিক্ষক স্ট্যাপলার হাতে শিশুর মুখের দিকে হুমকি দিতে দেখা গেছে।
পল্টন থানা পুলিশ জানায়, ভিডিওটি ভাইরাল হওয়ার পর তারা ঘটনাস্থল শনাক্ত করেছে। স্কুলের প্রতিষ্ঠাতা এবং কয়েকজন শিক্ষকের সঙ্গে কথা বলার জন্য থানায় নোটিশ দেওয়া হয়েছে, তবে তারা এখনও সময় নিচ্ছেন।
ডিএমপির পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল খান জানান, ভিডিও ভাইরাল হওয়ার পর বিষয়টি আমাদের নজরে এসেছে। নির্যাতনে জড়িত ব্যক্তিদের মধ্যে একজনকে শনাক্ত করা হয়েছে। তিনি প্রতিষ্ঠানটির পরিচালক শারমিন আক্তার। এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার বা আটক করা হয়নি।
এ ঘটনায় শিশুদের নিরাপত্তা এবং বিদ্যালয়ের নৈতিক দায়িত্ব নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনরা উদ্বেগ প্রকাশ করেছেন।
সুত্র: দেশটিভি নিউজ
