প্রতি বছর ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালিত হয়। সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক ক্ষেত্রে মহিলাদের কৃতিত্বকে চিহ্নিত করতে মার্চ মাসের ৮ তারিখটিকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালন করা হয়।
পারিবারিক বা ব্যক্তিগত কিংবা পেশাদার জীবনে মহিলাদের নানান সমস্যার মোকাবিলা করতে হয়। এই দিন পালনের মধ্য দিয়ে এই বিষয়টিকেও সকলের সামনে তুলে ধরে সচেতনতা প্রসারের চেষ্টা চালানো হয়ে থাকে।
সিডনির ল্যাকান্বার স্থানীয় একটি রেষ্টুরেন্টে নবধারা ফাউন্ডেশনের উদ্যোগে ‘বিশ্ব নারী দিবস’ উদযাপন হয়েছে। অনুষ্ঠানে এই সংগঠনের সকল সদস্য, এক্স ডেপুটি মেয়র কার্ল সালেহ ও আর্মেনিয়ান কমিউনিটির লিডার রোজানা হাসান এবং মাল্টিকালচারাল ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ডিনারের পরে আয়োজক আবুল কালাম আজাদ খোকন সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি টানেন। প্রতি বছরই পৃথক পৃথক থিমে পালিত হয় এই দিনটি। আন্তর্জাতিক নারী দিবসের চলতি বছরের থিম হচ্ছে-নেতৃত্বে নারী: কোভিড ১৯ পৃথিবীতে সমান ভবিষ্যৎ লাভ। ‘Women in leadership: an equal future in a COVID-19 world’
1 comment
সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক ক্ষেত্রে মহিলাদের কৃতিত্বকে তুলে ধরার প্রচেষ্টা অব্যহত থাক