করেছেন মাত্র তৃতীয় শ্রেণি পাস। কিন্তু সাইবার জগত সম্পর্কে রয়েছে পাকাপোক্ত জ্ঞান। আর সেই জ্ঞানকে কাজে লাগিয়ে করে যাচ্ছেন একের পর এক প্রতারণা।
এক কিংবা দুইজন নয় একে একে দুই হাজার নারীকে ফাঁদে ফেলে করেছেন ব্ল্যাকমেইল। কীভাবে তৃতীয় শ্রেণি পাস ব্যক্তি প্রযুক্তি জ্ঞানকে কাজে লাগিয়ে দুই নারীকে ব্ল্যাকমেইল করেছেন। তা উঠে এসেছে চ্যানেল টুয়েন্টিফোরের অনুসন্ধানে।
অনুসন্ধানে জানা যায়, ফেইসবুকে ফিসিং লিংক পাঠিয়ে প্রথমে আইডি হ্যাক। পরে মোবাইল ফোন ও ম্যাসেঞ্জারে থাকা ব্যক্তিগত ছবি নিয়ে শুরু হয় ব্ল্যাকমেইল।
এমন ব্ল্যাকমেইলের শিকার হওয়ার পুরান ঢাকার এক নারী জানান, ম্যাসেঞ্জারে ব্যক্তিগত কিছু ছবি স্বামীকে পাঠানো হয়। কিন্তু ফেসবুক আইডি হ্যাক করে তা নিয়ে নেয় একটি চক্র। অনলাইনে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে হাতিয়ে নেয়, মোটা অংকের টাকা। একইভাবে প্রতারিত হয় তার বান্ধবীও।
এমন প্রতারণার ফাঁদে ফেলার জন্য টার্গেটকৃত কোনো ব্যক্তির ফেসবুক ও ম্যাসেঞ্জারে প্রথমে ফিশিংসহ বিভিন্ন ধরনের চমকপদ লিংক আসে। যেখানে ক্লিক করলেই আইডির নিয়ন্ত্রণ চলে যায় হ্যাকারদের হাতে। পরে মোবাইল ও ফেসবুক আইডিতে থাকা ব্যক্তিগত ছবি সংগ্রহ করে চক্রটি। যা দিয়ে শুরু হয় প্রতারণা। চাওয়া হয় মোটা অংকের অর্থ, না দিতে চাইলে দেওয়া হয় ছড়িয়ে দেওয়ার হুমকি।
একে একে বেশ কয়েকজন নারী এমন প্রতারণার শিকার হয়ে গোয়েন্দা পুলিশের সাইবার ইউনিটে অভিযোগ জানান। অভিযোগের ভিত্তিকে অভিযানে নামে পুলিশ।
অভিযান চালিয়ে মাদারীপুরের শিবচর থেকে গ্রেপ্তার করা হয় চক্রটির তিন সদস্যকে। এ বিষয়ে পুলিশ জানায়, এখানকার ৮০ ভাগ পরিবারই এই অপকর্মের সাথে জড়িত। এ পর্যন্ত প্রায় দুই হাজার নারীকে প্রতারণার ফাঁদে ফেলা হয়েছে।
তবে এমন প্রতারণার ফাঁদ থেকে বাঁচার জন্য পরামর্শ দিয়েছেন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা। একজন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞা চ্যানেল টুয়েন্টিফোরকে বলেন, মোবাইল বা অনলাইনে অতি গোপন ছবি রাখা ঠিক না। একই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের ক্ষেত্রেও সতর্ক থাকতে হবে।
তিনি আরও বলেন, প্রতারক চক্রটি প্রথমে যারা টিনেজ বয়সী তাদের টার্গেট করে। এছাড়া নববধূদেরও তারা টার্গেটে রাখে। প্রথমে তারা টার্গেটকৃত এসব ব্যক্তিদের ফোনে বিভিন্ন ধরনের লিংক পাঠাতে থাকে। লিংকে কেউ ক্লিক করলেই শুরু হয় প্রতারণার ফাঁদ। যদি তাদের আবেদনে কেউ সাড়া না দেয়। তাহলে প্রতারক চক্রটি টার্গেটকৃত ব্যক্তির কাছের মানুষকে তখন ফাঁদে ফেলার চেষ্টা করে। এভাবেই তারা তাদের কার্যক্রম পরিচালনা করে।
সুত্র: চ্যালেন টুয়েন্টিফোর
7 comments
সামান্য তৃতীয় শ্রেণি পাশ করা প্রতারকের জ্ঞানের পরিধি খারাপ কাজে ব্যবহার করেছে। ওর শাস্তি হোক কঠিন
শিক্ষিত হোক আর অশিক্ষিত প্রতারক প্রতারকই এধরনের মানুষ জাতির জন্য ভয়ংকর
এই প্রতারক শয়তান এক কিংবা দুইজন নয় একে একে দুই হাজার নারীকে ফাঁদে ফেলে করেছেন ব্ল্যাকমেইল
আধুনিক যুগেও নারীরা এভাবে প্রতারিত হয় ভাবতে অবাক লাগে
প্রতারিত না হয়ে যাবে কই অনলাইনে বিভিন্ন ধরনের লোভনীয় অফার দেয় প্রতারকরা
বিভিন্ন সময়ে ফেসবুকে, ইমো, এ জাতীয় আপ্যসে লোভনীয় অফারের লিংক আসে আর নারীরাই প্রতারকদের টার্গেট বেশি হয়
বুঝে শুনে বিভিন্ন লিংক করতে হবে কারণ প্রতারকেরা সব ওৎ থাকে কখন টোপ গেলে