ভোলার বোরহানউদ্দিন উপজেলায় পড়া বলতে না পাড়ায় হালিমা (৪) নামে এক মাদরাসার শিশুকে পিটিয়ে জখম করার অভিযোগ ওঠে ওই মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে।
জানা যায়, উপজেলার টবগী ইউনিয়ন ৬নং ওয়ার্ড মনিরাম বাজার সংলগ্ন বেপারী বাড়ির মরিয়ম বিবি মেয়ে হালিমা কাওমি মাদরাসায় নুরানি বিভাগের শিক্ষার্থী।
শনিবার(৫ ফেব্রুয়ারি) সকালে মাদরাসায় গেলে মাদরাসার শিক্ষক রেদোয়ান তাকে পড়া জিজ্ঞাসা করে। হালিমা পড়া বলতে না পাড়ায় তাকে লাঠি দিয়ে পিটিয়ে রক্তাক্ত করে শিক্ষক রেদোয়ান। এতে শিশু কন্যার পিঠের বেশির ভাগ অংশ জখম হয়।
এ ঘটনা শিশুটির মা মরিয়ম বিবি বাদী হয়ে বোরহানউদ্দিন থানায় শিক্ষকের বিরুদ্ধে শিশু আইনে মামলা করেন। মামলার ভিত্তিতে রোবার (৬ ফেব্রুয়ারি) রাতে অভিযুক্ত শিক্ষক রেদোয়ানকে (৪০) গ্রেপ্তার করে পুলিশ।
শিক্ষার্থীর মা মরিয়ম বিবি বলেন, মাদরাসার শিক্ষক প্রায় সময় ছাত্র-ছাত্রীদের মারধর ও বেদক ভাষায় গালাগাল করে। ওইদিন আমার ৪ বছর বয়সের মেয়ে পড়া না পাড়ায় তাকে লাঠি দিয়ে পিটিয়ে রক্তাক্ত করে ফেলছে। আমি এই শিক্ষকের বিচার চাই।
এ তথ্য নিশ্চিত করে বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শাহীন ফকির জানান, শিশু শিক্ষার্থীর মায়ের মামলার ভিত্তিতে রোববার রাতে অভিযুক্ত মাদরাসার শিক্ষক রেদোয়ানকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
সুত্রঃ চ্যালেন 24