রাজশাহীর পবার আল জামিয়া আল সালাফিয়া মাদরাসার চতুর্থ শ্রেণির এক ছাত্রকে পিটিয়ে জখম করার অভিযোগে দায়ের করা মামলায় বহুল আলোচিত-সমালোচিত ইসলামী বক্তা আবদুর রাজ্জাক বিন ইউসুফের মেজো ছেলে আবদুর রহমানের জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।
মঙ্গলবার (১৭ মে) দুপুরে রাজশাহীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আবুল মনসুর মিয়া এ আদেশ দেন।
গত ১৬ মার্চ মাদরাসার দুই শিক্ষার্থীর টাকা হারানোর ঘটনা ঘটে। এ সময় আবদুর রহমানের ভাইয়ের ছেলে এবং ওই মাদরাসার চতুর্থ শ্রেণির শিক্ষার্থীর বিরুদ্ধে টাকা চুরির অভিযোগ তোলেন রামিম। এতেই ক্ষিপ্ত হয়ে পাইপ দিয়ে বেপরোয়া পেটাতে থাকেন আবদুর রহমান। এ সময় বেশ কয়েকবার রামিম জ্ঞান হারিয়ে ফেলেন। পরে পরিবারের সদস্যরা রামিমকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
এ ঘটনায় রামিমের বাবা বাদী হয়ে আব্দুর রহমানকে আসামি করে নগরীর শাহমখদুম থানায় অভিযোগ দায়ের করেন। দায়েরকৃত মামলায় উচ্চ আদালত থেকে জামিন পেলেও তার মেয়াদ শেষ হলে রাজশাহীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে সশরীরে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। এমন আদেশে বাদীপক্ষের আইনজীবী এবং সন্তোষ প্রকাশ করেছেন।
এ বিষয়ে ঘটনার শিক্ষার্থীর বাবা মিরাজুল ইসলাম রেন্টু আরটিভি নিউজকে জানিয়েছেন, আদালতের এ সিদ্ধান্তে আমরা পুরোপুরি সন্তুষ্ট । আগামী দিনেও আমরা ন্যায়বিচার পাবো এই প্রত্যাশা রাখছি।
সুত্রঃ আরটিভি নিউজ