রাঙামাটির আসাম বস্তি এলাকায় সংগীত ও প্রাইভেট পড়ানোর সুযোগে ছাত্রীকে যৌন নিপীড়নের মামলায় শিক্ষক রনজিত পাটোয়ারীর বিরুদ্ধে ৮ বছরের সাজা ও অর্থদণ্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১ ডিসেম্বর) দুপুরে রাঙামাটি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এ.ই.এম ইসমাইল হোসেন এই রায় ঘোষণা করেন।
রায়ে উল্লেখ করা হয়, ভিকটিমের প্রাইভেট শিক্ষক হওয়ার সুযোগে প্রায় দুই বছর ধরে বিভিন্ন সময় যৌন কামনা চরিতার্থের উদ্দেশ্যে স্পর্শকাতর স্থানে হাত দিয়েছে এবং যৌন নিপীড়নের চেষ্টা করেছে মর্মে রাষ্ট্রপক্ষ সন্দেহাতীতভাবে প্রমাণ করেত সক্ষম হয়েছে। আসামিকে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ১০ ধারায় শাস্তিযোগ্য অপরাধে দোষী সাব্যস্ত করা হয়।
রায়ে আরও উল্লেখ্য করা হয়, উক্ত অপরাধে দায়ে শিক্ষক রনজিত পটোয়ারীকে ৮ বছরের সশ্রম কারাদণ্ড এবং এর অতিরিক্ত ৫ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ২ বছর কারাদণ্ড প্রদান করা হয়। এই রায়ে রাষ্ট্রপক্ষ সন্তোষ প্রকাশ করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) সাইফুল ইসলাম অভি বলেন, একজন গৃহ শিক্ষকের কাছে যদি তা ছাত্রী নিরাপদ না থাকে, তাহলে বাবা-মা কোন ভরসায় কিভাবে তাদের কাছে পড়ানোর জন্য দিবে। এই রায়ের ফলে সমাজে এই ধরনের অপরাধ কমে আসবে।
উল্লেখ্য, রাঙামাটি কোতয়ালী থানায় গেল ১০ মার্চ ২০২১ তারিখে মামলাটি দায়ের করা হয়
সুত্রঃ চ্যালেন২৪.কম