চট্টগ্রামের কাপাসগোলা সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলাউদ্দিনের বিরুদ্ধে মেসেঞ্জারে ছাত্রীকে উত্যক্ত করার অভিযোগের সত্যতা প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করার সুপারিশ করেছে তদন্ত কমিটি। সিটি কর্পোরেশন গঠিত তিন সদস্যের তদন্ত কমিটি এ সুপারিশ করে।
কমিটির অনুসন্ধানে বলা হয়েছে, ছাত্রীদের সঙ্গে স্কুলের প্রধান শিক্ষকের আচরণ শিক্ষকসুলভ ছিল না। কমিটির জিজ্ঞাসাবাদে তিনি মেসেঞ্জারে ছাত্রীদের সঙ্গে ‘চ্যাট’ করার কথা স্বীকার করে ক্ষমা চেয়েছেন।
জানা যায়, কাপাসগোলা সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলাউদ্দিনের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ তুলে গত ১ জানুয়ারি আন্দোলনে নামে স্কুলের শিক্ষার্থীরা।
ছাত্রীদের অভিযোগ, প্রধান শিক্ষক আলাউদ্দিন ছাত্রীদের নিজের কক্ষে ডেকে নিয়ে নানাভাবে যৌন নিপীড়ন করেন। এ ঘটনার পর আলাউদ্দিনকে দক্ষিণ পতেঙ্গা সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়ে বদলির পাশাপাশি চসিকের প্রধান রাজস্ব কর্মকর্তাকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, যেহেতু তার বিরুদ্ধে আনীত অভিযোগের বিষয়ে প্রাথমিকভাবে সত্যতা পাওয়া গেছে সেহেতু তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে। গত সোমবার চসিকের প্রধান শিক্ষা কর্মকর্তা লুৎফুন নাহারের কাছে এ প্রতিবদেন জমা দেয় তদন্ত কমিটি।
সুত্রঃ দৈনিক ইত্তেফাক