নওগাঁয় র্যাব হেফাজতে অসুস্থ হয়ে হাসপাতালে মারা যাওয়া সুলতানা জেসমিনকে মৃত্যুর আগে গ্রেফতার ও জিজ্ঞাসাবাদে জড়িত র্যাব-৫ এর ১১ সদস্যকে ঘটনা তদন্তে জয়পুরহাট ক্যাম্প থেকে জিজ্ঞাসাবাদের জন্য রাজশাহীতে ব্যাটালিয়ন সদর দফতরে ডেকে আনা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ মার্চ) রাতে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বাংলাভিশনকে এই তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, নারীর মৃত্যুর ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করতে র্যাব সদর দফতরের একটি প্রতিনিধি দল এখন রাজশাহীতে অবস্থান করছেন। ওই প্রতিনিধি দল তদন্তের প্রয়োজনে র্যাব-৫ এর ১১ সদস্যকে ঘটনা তদন্তে জয়পুরহাট ক্যাম্প থেকে জিজ্ঞাসাবাদের জন্য রাজশাহীতে ব্যাটালিয়ন সদর দফতরে ডেকে আনা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদেরকে পুনরায় ক্যাম্পে পাঠানো হবে।
তিনি আরও বলেন, এই ঘটনায় যে চিকিৎসকরা চিকিৎসায় নিয়োজিত ছিলেন তাদেরকেও জিজ্ঞাসাবাদ করছে র্যাবের তদন্ত দল।
নওগাঁর একটি ইউনিয়ন পরিষদ ভূমি অফিসের অফিস সহকারী সুলতানা জেসমিনকে (৩৮) গত ২২ মার্চ গ্রেফতার করে র্যাব। মস্তিষ্কে গুরুতর রক্তক্ষরণে ২৪ মার্চ সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান ওই নারী।
সেসময় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফ এম শামীম আহমেদ জানান, বৃহস্পতিবার রাতে সুলতানাকে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে নিয়ে আসে র্যাব। তিনি পড়ে গিয়েছিলেন বলে জানানো হয়। সুলতানার মাথার বাইরের দিকে ক্ষত থাকার কথাও জানান তিনি।
পরে গত ২৭ মার্চ সুলতানা জেসমিনকে গ্রেপ্তার ও জিজ্ঞাসাবাদে জড়িত র্যাব সদস্যদের সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে চান হাইকোর্ট।
সুত্রঃ বাংলাভিশন