হিজাব খুলে ফেললে উদ্বুদ্ধ করলে তার বিরুদ্ধে কঠোর শাস্তি ঘোষণা করেছে ইরান। এ বিষয়ে দেশটির ডেপুটি অ্যাটর্নি জেনারেল আলী জামাদী বলেন, যারা এ ধরনের কাজ করবে তাদের বিচার করা হবে অপরাধ আদালতে। এছাড়া এ অভিযোগে যারা শাস্তি পাবেন তাদের বিরুদ্ধে কোনো ধরনের আপিল করার সুযোগও দেওয়া হবে না। খবর আল আরাবিয়াহ
ইরানের এই বিচারক এমন এক সময় এ ঘোষণা দিলেন যখন শপিং মল, রেঁস্তোরা, দোকান, রাস্তা এবং অন্যান্য পাবলিক এরিয়াগুলোতে হিজাব ছাড়া অসংখ্য নারীকে ঘোরাফেরা করছে।
ইরানের নারী অধিকারকর্মী ও তারকারা কয়েকদিন ধরে হিজাব ছাড়াই ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে প্রকাশ করেছেন। এরমাধ্যমে মূলত হিজাব না পরতে অন্যদের উদ্বুদ্ধ করছেন তারা।
আলী জামাদী বলেন, হিজাব খুলে ফেলতে উদ্বুদ্ধ করার অপরাধের সাজা আরও কঠোর হবে। কারণ এটি দুর্নীতিকে প্রশ্রয় দেওয়ার অন্যতম পরিষ্কার উদাহরণ।’
তবে কী ধরনের শাস্তি দেওয়া হবে এ বিষয়টি পরিষ্কার করে জানাননি তিনি।
২০২২ সালের সেপ্টেম্বরে মাহসা আমিনীর মৃত্যুর পর পুরো ইরানজুড়ে হিজাব বিরোধী আন্দোলন ছড়িয়ে পড়ে। ওই আন্দোলনের পরই অনেক নারী হিজাব ছাড়া বাইরে বের হওয়া শুরু করেন।
সুত্রঃ News Channel24