বেসরকারি একটি বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির অভিযোগ সত্য প্রমাণিত হওয়ার সাপেক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক ওয়াসেল বিন সাদাতকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বুধবার (২৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। পাশাপাশি অধিকতর তদন্তের জন্য এই অভিযোগটিকে বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়ন বিরোধী সেলে তদন্ত করতে দেওয়া হয়েছে। সিন্ডিকেট সভায় উপস্থিত একাধিক সদস্য কালের কণ্ঠকে এ তথ্য নিশ্চিত করেছেন।
সিন্ডিকেট সূত্র জানায়, ওয়াসেল বিন সাদাতের বিরুদ্ধে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের একজন নারী শিক্ষার্থী যৌন হয়রানির অভিযোগ করেন। সেই অভিযোগের ভিত্তিতে ব্যবসা প্রশাসন ইনস্টিটিউটের পরিচালক তিনজনকে নিয়ে একটি প্রাথমিক ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি করেছিল। কমিটি তদন্ত করে দেখেছে যে এই অভিযোগ সত্য। তারা কোনো প্রমাণ দিতে পারেনি, তবে তাদের কাছে মনে হয়েছে যে এটা সত্য।
সূত্র আরো জানায়, যখন ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি কোনো অভিযোগকে বলে সত্য তখন সিন্ডিকেট থেকে সেটা তদন্ত কমিটিতে পাঠায়। এই তদন্তটা যৌন নিপীড়ন বিরোধী সেলে করার জন্য পাঠানো হয়েছে। ওই সেলের কাছে এটা দেওয়া হয়েছে, আর তাকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তদন্ত চলাকালীন সময়ে কোনো ধরনের একাডেমিক ও প্রশাসনিক কাজ তিনি করতে পারবেন না।
সুত্রঃ কালেরকন্ঠ