‘ওয়ান্টেড’ হিজবুল মুজাহিদিন জঙ্গিকে গ্রেফতার করা হল। প্রজাতন্ত্র দিবসের আগে দিল্লি থেকে ওই জঙ্গিকে গ্রেফতার করেছে পুলিশের স্পেশাল সেল। তার গ্রেফতারির ফলে আর হাতেগোনা জীবিত এ’ প্লাস-প্লাস ক্যাটেগরির জঙ্গি পড়ে আছে, যারা জম্মু ও কাশ্মীরের বাসিন্দা।
হিজবুল মুজাহিদিন জঙ্গি জাভেদ আহমেদ মাট্টুকে গ্রেফতার করল দিল্লি পুলিশের স্পেশাল সেল। যে জঙ্গির মাথার দাম ছিল ১০ লাখ টাকা। গোয়েন্দারা জানিয়েছেন, জম্মু ও কাশ্মীরে একাধিক সন্ত্রাসবাদী হামলায় জড়িত ছিল জাভেদ। জম্মু ও কাশ্মীরের সোপোরের বাসিন্দা পাকিস্তানেও গিয়েছিল। (ছবি সৌজন্যে এএনআই)
দিল্লি পুলিশের বিশেষ কমিশনার এইচজিএস ধালিওয়াল জানিয়েছেন, নিজামুদ্দিন ফ্লাইওভারের কাছ থেকে জাভেদকে গ্রেফতার করা হয়েছে। তিনি বলেছেন, ‘কেন্দ্রীয় সংস্থা এবং দিল্লি পুলিশের সমন্বয়ের ভিত্তিতে আজ এ’ প্লাস-প্লাস ক্যাটেগরির জঙ্গি জাভেদ মাট্টুকে গ্রেফতার করা হয়েছে। তার মাথার ছিল ১০ লাখ টাকা। বাজেয়াপ্ত করা হয়েছে একটি পিস্তল, ম্যাগাজিন, একটি চুরি করা গাড়ি। পুলিশি হেফাজতে নেওয়ার পরে জাভেদের বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ করা হবে।’ (ছবি সৌজন্যে হিন্দুস্তান টাইমস)
দিল্লি পুলিশ সূত্রে খবর, জম্মু ও কাশ্মীরের পাঁচটি গ্রেনেড হামলায় জড়িত ছিল জাভেদ। তার বিরুদ্ধে পাঁচ পুলিশ অফিসারকে হত্যার অভিযোগ আছে। দিল্লি পুলিশের বিশেষ কমিশনার জানিয়েছেন, জম্মু ও কাশ্মীরের বাসিন্দাদের মধ্যে যাদের এ’ প্লাস-প্লাস ক্যাটেগরির জঙ্গি হিসেবে চিহ্নিত করা হয়েছে, তাদের মধ্যে হাতেগোনা কয়েকজন জীবিত আছে। আর জীবিতদের মধ্যে জাভেদ অন্যতম ছিল বলে জানিয়েছেন দিল্লি পুলিশের বিশেষ কমিশনার। (ছবি সৌজন্যে এএনআই)
সুত্র: হিন্দুস্থান টাইমস বাংলা