প্রতীকী ছবি
চট্টগ্রাম নগরীতে পঞ্চম শ্রেণির এক ধর্ষণের অভিযোগে ওই বিদ্যালয়ের এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার সকালে পতেঙ্গা থানার স্টিল মিল হাউজিং কলোনি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ওই শিক্ষকের নাম-জাফর ইকবাল জসিম (৩২)। তিনি নোয়াখালী জেলার চাটখিল উপজেলার বাসিন্দা। পতেঙ্গার স্টিল মিল হাউজিং কলোনি এলাকায় একটি ভবনে ভাড়া থাকেন এবং সেখানে একটি বিদ্যালয়ের শিক্ষক জসিম।
পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবিরুল ইসলাম জানান, শিশুটির মা-বাবা পোশাক কারখানায় চাকরি করেন। ‘সারাদিনের স্কুল’ হিসেবে বিশেষায়িত একটি বিদ্যালয়ে পড়ত। সকালে বিদ্যালয়ে গিয়ে সন্ধ্যায় বাসায় ফিরে যেত।
ওসি বলেন, গত ৯ জানুয়ারি বিদ্যালয়ের বিশ্রামকক্ষে শিশুটিকে নিয়ে জসিম ধর্ষণ করেন বলে তার পরিবার জানান। পরের তিন দিনে তাকে আরও কয়েকবার ধর্ষণ করেন। একপর্যায়ে বিষয়টি ওই শিশু গতকাল (রোববার) তার মাকে জানায়। মায়ের অভিযোগের ভিত্তিতে আজ (সোমবার) ভোরে অভিযান চালিয়ে জসিমকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
জসিমের বিরুদ্ধে শিশুটির মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন বলে জানান ওসি।
সুত্রঃ বাংলাদেশ জার্নাল