নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘‘আনসার আল ইসলাম’’র এজাহারভুক্ত পলাতক এক আসামীকে শাহবাগ এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশের এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)।
এটিইউ পুলিশ সূত্র জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)’র একটি চৌকস দল আজ শুক্রবার রাত ১২ টা ৫ মিনিটের সময় রাজধানী শাহবাগ থানার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের গেইটের সামনে থেকে “আনসার আল ইসলাম” এর এজাহারভূক্ত পলাতক আসামী আবরারকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীর নাম: মো: আবরার হোসাইন (১৮)। চট্টগ্রাম জেলার কোতয়ালী থানার বাসা নং-৬, ইয়াকুব নগর, ফিরিঙ্গিবাজার এলাকার আব্দুর রাজ্জাকের পুত্র।
আজ শুক্রবার দুপুরে এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)র পুলিশ সুপার ট্রেনিং এবং অতিরিক্ত দায়িত্ব (মিডিয়া অ্যাওয়ারনেস উইং) মোছা: শিরিন আক্তার জাহান এসব তথ্য জানান।
তিনি জানান, গ্রেফতারকৃত আসামী আবরার হোসাইন ও তার অন্যান্য সহযোগীরা অনলাইনে জঙ্গিবাদ প্রচারণাসহ রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশে তথাকথিত খিলাফত রাষ্ট্র প্রতিষ্ঠার উদ্দেশ্যে দীর্ঘ দিন ধরে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছিল।
এটিইউ পুলিশের এ কর্মকর্তা জানান, গ্রেফতারকৃত আসামী আবরার কারাবন্দী শীর্ষ জঙ্গিদের সাথে বাইরে মুক্ত জঙ্গিদের যোগাযোগের মাধ্যম হিসেবে কাজ করত।
এছাড়া সে জনমনে ত্রাস ও ভীতি সৃষ্টি এবং জননিরাপত্তা বিপন্ন করার লক্ষ্যে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ‘‘আনসার আল ইসলাম’’র কার্যক্রম পরিচালনার জন্য এবং খিলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে প্রচার-প্রচারণা ও প্রস্তুতি গ্রহণ করছিল।
তিনি জানান, তার বিরুদ্ধে ঢাকা রেলওয়ে থানায় ২০২৪ সালের ৬ ফেব্রুয়ারি সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা একটি মামলার এজাহারভূক্ত পলাতক আসামী সে। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্হা গ্রহন করা হয়েছে।
সুত্রঃ যুগান্তর