পাকিস্তানে আত্মঘাতী জঙ্গি হামলায় কমপক্ষে পাচঁ জন চীনা নাগরিক নিহত হয়েছেন। তারাঁ সবাই পেশায় প্রকৌশলী। ঘটনাটি ঘটেছে পাকিস্তানের খাইবারপাখতুনওয়া প্রদেশে। সেখানকার দাসু এলাকায়।
পাকিস্তান পুলিশ জানিয়েছে, ইসলামাবাদ থেকে চীনা প্রকৌশলীরা দাসুতে একটি প্রকল্প দেখতে যাচ্ছিলেন। সেখানে তাঁদের গাড়িতে অন্য একটি গাড়ি ধাক্কা মারে। সেই গাড়িটি ছিলো বিস্ফোরক বোঝাই।
হামলাকারীদের কতজন নিহত হয়েছেন তা এখনও স্পষ্ট নয়। তবে চীনা প্রকৌশলীদের গাড়ির চালক বেঁচে গেছেন সৌভাগ্যক্রমে। তবে তাঁর অবস্থা গুরুতর। এখনও এই হামলার দায় নেয়নি কোনও জঙ্গি সংগঠন।
পুলিশ জানিয়েছে, পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বেশাম শহরের কাছে আত্মঘাতী হামলাকারী তার বিস্ফোরক বোঝাই গাড়িটি চীনাদের কনভয়ে ধাক্কা দিলে বিস্ফোরণ ঘটে।
মঙ্গলবার ঘটনাটি ঘটেছিল যখন কনভয়টি রাজধানী ইসলামাবাদ থেকে প্রায় ২৭০ কিলোমিটার দূরে দাসুতে একটি চীনা কোম্পানি দ্বারা নির্মিত একটি জলবিদ্যুৎ বাঁধে প্রকল্পের দিকে যাচ্ছিলো।
খাইবার পাখতুনওয়া রেসকিউ গ্রুপের মুখপাত্র বিলাল ফাইজি বলেন, আমাদের উদ্ধারকারী দল সফলভাবে চারজনের মৃতদেহ উদ্ধার করেছে এবং আরও দু’জনের উদ্ধার এখনও চলছে।
উদ্ধারকারী কর্মকর্তারা জানিয়েছেন, বিস্ফোরণের পর তাদের গাড়িটি একটি খাদে পড়ে যায় এবং অন্তত দুটি মৃতদেহ মারাত্মকভাবে পুড়ে যায়, তাদের শনাক্ত করা কঠিন হয়ে পড়ে।
কোনো সশস্ত্র গোষ্ঠী এখন পর্যন্ত হামলার দায় স্বীকার করেনি। ইসলামাবাদে চীনা দূতাবাস বা বেইজিংয়ে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় এ ঘটনায় এখনো কোনো মন্তব্য করেনি।
চীন পাকিস্তানের ঘনিষ্ঠ মিত্র এবং দক্ষিণ এশিয়ার দেশটিতে বিভিন্ন প্রকল্পে প্রচুর বিনিয়োগ করেছে। তবে এই প্রকল্পগুলিতে কাজ করা চীনা নাগরিকদের নিরাপত্তা প্রায়শই সশস্ত্র গোষ্ঠীর দ্বারা হুমকির মুখে পড়ে।
২০২১ সালে দাসুতে একটি বাসে বোমা হামলায় ১৩ জন নিহত হয়েছিলো, যাদের মধ্যে ৯ জনই চীনা ছিলো। এদিকে মঙ্গলবারই পাকিস্তানের বেলুচিস্তানেও সন্ত্রাসী হামলার শিকার হয়েছে একটি সামরিক ঘাঁটি।
সুত্রঃ একাত্তর টিভি