ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান-বেলুচিস্তান প্রদেশে বিপ্লবী গার্ডের সদর দপ্তরে সামরিক স্থাপনায় পৃথক জঙ্গি হামলায় নিরাপত্তা বাহিনীর ১১ জন সদস্যসহ অন্তত ২৭ জন নিহত হয়েছে। বৃহস্পতিবার (৪ এপ্রিল) দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, সন্দেহভাজন সুন্নি মুসলিম জঙ্গিরা এ হামলা চালিয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
রাষ্ট্রীয় টিভি আরও জানিয়েছে, চাবাহার ও রাস্ক শহরে জইশ আল-আদল গ্রুপ এবং নিরাপত্তা বাহিনীর মধ্যে রাতভর সংঘর্ষ হয়েছে। সুন্নি মুসলিম প্রধান দরিদ্র অঞ্চলে লড়াইয়ে অন্তত ১০ জন আহত হয়েছে।
ডেপুটি স্বরাষ্ট্রমন্ত্রী মাজিদ মিরাহমাদি রাষ্ট্রীয় টিভিকে বলেছেন, চাবাহার ও রাস্কে বিপ্লবী গার্ডের সদর দপ্তর দখলের অভিযানে হয়েছে জঙ্গিরা।
জাইস আল আদল বলেছে, শিয়া অধ্যুষিত ইরানে সংখ্যালঘু বেলুচি উপজাতিদের অধিকার ও উন্নত জীবনযাপনের পরিবেশ চায় তারা। সাম্প্রতিক বছরগুলোতে সিস্তান-বেলুচিস্তানে ইরানি নিরাপত্তা বাহিনীর ওপর বেশ কয়েকটি হামলার দায় স্বীকার করেছে তারা।
আফগানিস্তান ও পাকিস্তানের সীমান্তবর্তী এলাকাটিতে দীর্ঘদিন ধরেই ইরানি নিরাপত্তা বাহিনীর সঙ্গে সুন্নি জঙ্গি ও মাদক পাচারকারীদের সংঘর্ষ হয়। এলাকাটি আফগানিস্তান থেকে পশ্চিম এবং অন্যত্র মাদকদ্রব্য পাচারের অন্যতম ট্রানজিট রুট।
ডিসেম্বরে, রাস্ক শহরে একটি পুলিশ স্টেশনে জঙ্গি হামলায় অন্তত ১১ নিরাপত্তা কর্মী নিহত হয়।
সুত্রঃ বাংলা ট্রিবিউন