গত ১ জুলাই, ছিল হোলি আর্টিজান হত্যাযজ্ঞের ৯ বছর পূর্তি। আর সেদিনই ঢাকার বর্তমান পুলিশ কমিশনার সংবাদমাধ্যমে বলেছেন, দেশে নাকি ‘জঙ্গি নাই’। অথচ বিগত সময়ে বাংলাদেশে জঙ্গি দমনে ছিলো ‘জিরো টলারেন্স’ ভূমিকায়, এখন রাষ্ট্র জঙ্গিবাদের অস্তিত্বকেই অস্বীকার করছে। এই জঙ্গিবাদের অস্তিত্ব অস্বীকার আদতে দেশের জন্য আরও বড় ক্ষতি বইয়ে আনবে। কেননা একটি সমাজের সমস্যা অস্বীকার করলে, তার সমাধানেরও কোনো পথ থাকে না। সরকার যদি সত্যিকার অর্থে জঙ্গিবাদের অস্তিত্ব মুছে দিতে চায়, তাহলে তার অস্তিত্ব স্বীকার করতে হবে এবং পেশাদারিত্বের সঙ্গে তার মোকাবিলা করতে হবে। মালয়েশিয়া সরকার ৩৬ বাংলাদেশিকে জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে গ্রেপ্তার দেশে জঙ্গিবাদের অস্ত্বিত্বকে আরও স্পষ্ট করে দেয়। পথ চলার সময়ে আকাশের দিকে চোখ না রেখে নিচের দিকে রাখুন। যে সরকার প্রতিনিয়ত গুম-খুনের ঘটনাগুলোকে অস্বীকার করেছে-তারা কি সত্যিই বুঝতে পারছে না যে এই অস্বীকারের রাজনীতি দেশকে কোথায় নিয়ে যেতে পারে? নাকি তারা ইচ্ছাকৃতভাবে দেশকে সেই পথেই ধাবিত করতে চাইছে?
See less
