ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ৮টি কারাগার থেকে পালিয়ে যাওয়া বন্দীদের মধ্যে এখনো পলাতক যাবোজ্জীবন ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আছেন ৯৮ জন। পলাতক বন্দীদের মধ্যে জঙ্গি–সম্পৃক্ততার অভিযোগে গ্রেপ্তার ৭৯ জন আছেন। এর মধ্যে সাজাপ্রাপ্ত জঙ্গি আছেন ৯ জন। অস্ত্র লুট হয়েছিল ৯৪টি। এর মধ্যে আলোচিত ৪৩ মামলার আসামি ও শীর্ষ সন্ত্রাসী জামিনে মুক্ত হয়েছেন শীর্ষ সন্ত্রাসীরা, বাড়ছে অপরাধজগৎ নিয়ে নতুন শঙ্কা। পলাতক জঙ্গিরা এখনো ধরা ছোয়ার বাইরে। বর্তমান সরকার আত্মতৃপ্তির ঢেকুর তুলছেন। মনে রাখতে হবে জঙ্গিরা সুযোগ পেলেই হামলা করবে। তাই দ্রুত পলাতক জঙ্গিদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে।
