হে পুরুষ তুমি তো কোন না কোন নারীর সন্তান
তবে কেন নারীর পোষাক নিয়ে করো অপমান?
নারীর পোষাক নিয়ে পুরুষ, তোমার কেন এতো মাথা ব্যথা।
স্বাধীনভাবে পোষাক পরা নারীর মৌলিক অধিকার
নারী সে তো কারো বোন বা মেয়ে
কলেজ ভার্সিটিতে যেতেই পারে টি শার্ট পড়ে
পুরুষ কেন ইভটিজিং করে ওভার স্মার্ট বলে
হে পুরুষ , মৌলবাদী চিন্তা বাদ দিয়ে নারীদের করো সম্মান
না হয় তোমার মা-বোন রাস্তা ঘাটে একইভাবে হবে অপমান
তোমরা বল ‘অশালীন পোশাক’ নারী ধর্ষণের মূল কারণ
তবে কেন বোরকা পরা মাদ্রাসার পড়ুয়া নুসরাত হয় ধর্ষণের শিকার?
হে পুরুষ, তুমি যখন মদ গাঁজা, ইয়াবা, খেয়ে উম্মাদ হয়ে থাক বুদ
ও সব কোন পাপই নয়। সমাজ কি অদ্ভুত!
নারীর পোষাক নিয়ে মৌলবাদের এত কেন জ্বালা
মৌলবাদী চিন্তা চেতনায় সমাজ হয়ে যাচ্ছে উম্মাদ
পোশাকের দোহাই দিয়ে নারীর প্রতি তাই সংঘাত?
নীরার পোষাক বিড়ম্বনা!
previous post
