বুয়েট দেশের সর্ব্বোচ্চ বিদ্যাপীঠ যেখানে স্থান পায় দেশসেরা মেধাবীরা। ধর্মীয় অপব্যাখ্যায় বিভ্রান্ত হয়ে জঙ্গিবাদে জড়িত হচ্ছে অনেক মেধাবী শিক্ষারর্থীরা। নম্র-ভদ্র এবং এলাকার সকলের প্রিয় অত্যন্ত মেধাবী তরুণদের বিপথগামী হওয়ার খবরে শুধু তাদের পরিবারে নয় পুরো এলাকার মানুষের মধ্যে হতাশা দেখা দিয়েছে। বুয়েট থেকে পাস করে জঙ্গিবাদে জড়িয়ে আত্মঘাতী হওয়ার কারণে হতবাক হয়ে পড়ছেন দেশবাসী পরিবারের সদস্যরা। শুধু প্রকৌশলী নয় ডাক্তারী পাস করার পড়েও কেউ কেউ বিপথগামী হচ্ছেন। এ তথ্য জানিয়েছেন আইন-শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা। র্যাব বলেছে, বুয়েট থেকে পাস করা অলি ও আনোয়ার জঙ্গিদের বোমা বিশেষাজ্ঞ।
‘জঙ্গিরা প্রথমে টার্গেট করে বন্ধুত্ব করে। গ্রেফতারকৃত বুয়েট শিক্ষার্থী জেনি জানান তার সঙ্গে প্রথমে সালমান, অলি নামে কয়েকজন জঙ্গির বন্ধুত্ব হয়। এরপর জেনি আইইডি তৈরিতে পারদর্শী ছিল। বন্ধুত্ব করে জেনিকে অলি কনভিন্স করে। জঙ্গি কার্যক্রমের সঙ্গে যুক্ত করে। জেনিকে ১৬ হাজার টাকা দিয়ে তারা ডিভাইস তৈরির কৌশল এঁকে নিয়ে যায়। ওই নকশায় জেনির হাতের লেখা ছিল। এভাবে অন্য জঙ্গিরাও বোমা তৈরি শিখছে।
বর্তমান সময়ে সরকারী দলের দায়িত্বশীল নেতারা অভিযোগ করছেন ছাত্র রাজনীতি বন্ধের নামে বুয়েট যাতে জঙ্গিবাদের কারখানায় পরিণত হচ্ছে কিনা। সরকার দল তাদের স্বার্থ হাসিল করার জন্য অভিযোগ করলেও যদি তাদের কথা প্রমানিত হয় তবে সত্যিই আমার ভয়ংকার বিপদের মধ্যে জাতি নিপাতিত ।
