একজন শিক্ষক হিসাবে নোবেল প্রাপ্তি থেকেও তার কাছে বড় শিক্ষা দান করা এবং তার শিক্ষার্থীরা, নোবেল প্রাপ্তি নিয়ে তার মধ্যে তেমন কোনো উচ্ছ্বাস নেই কারণ তার প্রাপ্তি মানব কল্যাণ। এমন মহৎ মানুষদের কাছ থেকেই শিখতে হয় কিভাবে সাধারণ হতে হবে। সুইডেনের অধ্যাপক অ্যান লিয়েরকে নোবেল কমিটি থেকে ফোন করা হয় ক্লাস চলাকালে ফোন ধরেননি তিনি। বিরতিতে আবার ফোন আসে। এবার তিনি ফোন ধরেন। নোবেল কমিটি থেকে কথা বলার জন্য অ্যান লিয়েরের কাছে সময় চাওয়া হয়। অ্যান বলেন, ‘আমি একটু ব্যস্ত, ক্লাস নিচ্ছি।’
