পৃথিবীতে ডাক্তার কে বলা হয় জীবন বাঁচানো কারিগর। আর সে যদি হয় মানুষ মারা কারিগর তা হলে ব্যাপারটি কি দাড়ায়, চীন থেকে পড়াশুনা করে ডাক্তারি পাশ করেছে, কিন্তু তৈরি হয়েছে আদতে জঙ্গি। দিল্লিতে বিস্ফোরণ ঘটিয়ে কেড়ে নেয়ে অনেক মানুষের প্রাণ। সেই রকমই একজন জঙ্গি ডাক্তার আহমেদ মহিউদ্দিন সৈয়দ। শুধু তাই নয়, জনসাধারণের পানীয় জলে বিষাক্ত রাসায়নিক রাইসিন মিশিয়ে প্রাণে মারার ছিল কঠিন পরিকল্পনা। হায়দরাবাদের ওই চিকিৎসক-জঙ্গি সৈয়দ মহিউদ্দিন দিল্লি বিস্ফোরণ কাণ্ডের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত। গুজরাট গ্রেফতার করেছিল গুজরাট পুলিশ। দিল্লির সঙ্গে মিলেছে তার যোগসূত্র।
