ভালোবাসা কিংবা ভালো লাগার এই যে অনুভূতি সেটা অবশ্য’ই অসাধারণ এবং পবিত্র। জগতের সবাই ভালোবাসাতে পারে না। উপরওয়ালা সবাইকে সেই ক্ষমতা দিয়ে পাঠায়নি। যারা ভালবাসতে পারে, যাদের সেই অনুভূতি আছে; সেটা যে কোন ধরনের ভালোবাসা হোক; তাদের অধিকার রয়েছে সেটা প্রকাশ করার এবং প্রকাশ্যে সেই ভালোবাসার কথা বলে বেড়ানোর; দেখিয়ে বেড়ানোর।
সেই ভালোবাসা দুই দিক থেকে পাওয়া যাবে কি যাবে না, সেটা তো পরের ব্যাপার। কেউ একজন অন্য আরেকজনকে ভালবাসলে সেটা প্রকাশ করার সব রকম অধিকার তার থাকার কথা।
আর দুইজন পূর্ণ বয়স্ক মানুষ যদি একজন আরেকজনকে পছন্দ করে, ভালোবাসে; তাহলে তারা সেই ভালোবাসা প্রকাশ করার অধিকার রাখে। অন্তত যে কোন সভ্য সমাজে সেটা’ই হওয়া উচিত।
শুনলাম নোয়াখালী এলাকার এক এমপি কিছু ছেলে-মেয়ে’কে ধরে পুলিশে দিয়েছে। শুধু তাই না, যেই ছেলে-মেয়েদের তিনি ধরেছেন, তাদের ছবি তিনি ফেসবুকে আপলোড পর্যন্ত করে দিয়েছেন। তো, এই ছেলে-মেয়েদের অপরাধ কি ছিল?
এরা পার্কে এক সঙ্গে বসে ছিল জোড়ায় জোড়ায়। আমার ধারণা এই এমপি’র সঙ্গে গিয়ে এই বিষয় নিয়ে সরাসরি কথা বলার সামর্থ্য এবং ক্ষমতা দুটো’ই আমার আছে। কিন্তু আমার মনে হচ্ছে না তার দরকার আছে। আমি লিখতে পারি। আমার কলম আছে। তাই কলমের আশ্রয় নিলাম।
এমপি মশাই, আপনি কি বলতে চাইছেন ছেলে-মেয়েরা তাহলে ভালোও বাসতে পারবে না?
এই ছেলে-মেয়ে গুলো তো সবাই কলেজে পড়ে। এরা তো পূর্ণ বয়স্ক ছেলে-মেয়ে। এদের তো কেউ জোড় করে পার্কে নিয়ে যায়নি।
এরা যদি কলেজও ফাঁকি দেয়, তাতে আপনার কি?
কলেজ ফাঁকি দিয়ে তারা প্রেম করবে নাকি অন্য কিছু করবে সেটা তাদের ব্যাপার। আপনি তাদেরকে পুলিশে দেবার কে?
আর পুলিশে দিয়েছেন এক কথা, আবার সেই ছবি আপনার ফেসবুকে ফিয়ে প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন
-“ছেলে-মেয়েরা প্রকাশ্যে পার্কে এভাবে বসতে পারবে না!”
এই দেশে কি প্রেম-ভালোবাসা নিষিদ্ধ নাকি?
আর এই ছেলে মেয়ে গুলোকে এভাবে সবার সামনে ছোট করার অধিকার কে আপনাকে দিয়েছে?
আপনি তো সেই এমপি, যার ছেলে ঢাকার রাস্তায় মদ খেয়ে গাড়ি চালিয়ে ধাক্কা দিয়ে মানুষ হত্যা করেছে।
সেই দৃশ্য একজন মটর বাইক চালক দেখেও ফেলেছিল। মানুষ হত্যা করার পর আপনার ছেলে গাড়ি থেকে নেমে ওই প্রত্যক্ষদর্শীকে বলেছিল
-“জানো আমি কে? আমার বাবা এমপি”
তো, আপনার ছেলে প্রকাশ্যে মদ খেয়ে মানুষ হত্যা করে দিব্যি ঘুরে বেড়াচ্ছে; এতে কোন সমস্যা হচ্ছে না।
যত সমস্যা ছেলেমেয়ে গুলো পার্কে বসে ভালবাসলে!
আপনারা মানুষ হত্যা করেন, ধর্ষণ করেন প্রকাশ্যে; কোটি কোটি টাকা ব্যাংক থেকে লুট করেন; এরপর বিদেশে গিয়ে মাস্তি করেন মদ খেয়ে, জুয়া খেলে আর উইন্ডো শপিং করে।
আর আমরা পার্কে বসে ভালোবাসলে’ই সমস্যা।
এই দেশে নারী ধর্ষণ করে সেটা ভিডিও করে ছেড়ে দিয়ে মানুষ হিরো হয়ে যায়। আর প্রকাশ্যে দুই জন মানুষ (সেটা হোক ছেলে-মেয়ে, মেয়ে- মেয়ে, ছেলে-ছেলে, বুড়ো-বুড়ি, বুড়ো-জোয়ান, রিকশাওয়ালা-ধনী কিংবা যে কোন ধরনের) ভালোবাসা অপরাধ!
এই দেশে আইনশৃঙ্খলা বাহিনী রাতের অন্ধকারে ডেকে নিয়ে মানুষ হত্যা করে নদীতে ফেলে রাখে; সেটা অপরাধ না। আর পার্কে বসে দুই জন মানুষ ভালবাসলে অপরাধ! আপনারা তো মশাই অপরাধের সংজ্ঞাটা’ই পাল্টে ফেলেছেন।
আপনারা যা করবেন, সব পবিত্র। আপনারা ধর্ষণ করলে সেটা হালাল ধর্ষণ, খুব’ই পবিত্র।
আর আমরা দুইজন মানুষ একে-অপরকে পছন্দ করে, ভালোবেসে পার্কে বসে আড্ডা দিলে আপনাদের সহ্য হয় না, পুলিশ ডেকে ধরিয়ে দেন। অবশ্য পুলিশ যেখানে কাজ করে, সেই থানায় প্রকাশ্যে ধর্ষণ কাণ্ড ঘটলে সেটা অপরাধ না! হালাল ধর্ষণ!
বলছিলাম ওই মেয়েটার কথা। যে তার ভালোবাসার কথা আমাকে জানিয়েছে ঠিক আজ’ই। আমি তাকে নিজ থেকেই বলেছি- তার অনুভূতির কথা যেন সে প্রকাশ করে।
তার অনুভূতি প্রকাশ করার অধিকার যেমন রয়েছে, ঠিক তেমনি যে কারো অধিকার রয়েছে নিজেদের ভালোবাসা পার্কে বসে প্রকাশ করার।
অনেক হয়েছে। এইবার মনে হয় আমাদের সবার’ই উচিত এই নিয়ে সোচ্চার হওয়া।
আপনারা যারা লিখতে পারেন, তাদের উচিত লিখে এই ব্যাপারে মত প্রকাশ করা। আর যারা লিখতে পারেন না, তাদের উচিত আমাদের মতো যারা লিখছে তাদের লেখা গুলো ভাগাভাগি করা। জগতের সকল সভ্য দেশে ভালোবাসা প্রকাশ করা অপরাধ নয়। অপরাধ হচ্ছে খুন করা, ধর্ষণ করা , ব্যাংক লুট করা। আপনারা এইসব করে পার পেয়ে যান, তাই এসব বাড়তেই থাকে। না, আমাদের এসবের দরকার নেই।
আমাদের দরকার একটা মায়াবী ভালবাসাময় সমাজ। যেখানে যে কেউ যে কাউকে ভালবাসতে পারবে। সেই ভালোবাসার কথা প্রকাশ করতে পারবে এবং প্রকাশ্যে পার্কে বসে ভালবাসতে পারবে। যেখানে নেই কোন জোর-জবরদস্তী , আছে স্রেফ দুই জন মানুষের ভালো লাগা, ভালোবাসার জায়গা। আমরা আমাদের ভালোবাসা বহিঃপ্রকাশের অধিকার চাই।
সংগৃহীত
1 comment
ভালবাসা অপরাধ নয় আপনি কাউকে ভালোবাসতেই পারেন কিন্তু বেহায়াপনা ভালো নয় আপনি পার্কে যেয়ে যেভাবে ভালাবাসা করেন তা সমাজে অপরাধ আরো উস্কে দেয়