২০১৩ সালের ২ নভেম্বর রাজীব নামের এক ব্যক্তির ফেসবুক আইডি থেকে মহানবীকে কটূক্তি করে ছবি আপলোড করা হয়। পরে মুসলমানরা হিন্দু ধর্মাবলম্বী রাজীবের বাড়ীতে হামলা, ভাঙচুর করে আগুন দেয়। পাবনার আতাইকুলায় হযরত মুহাম্মদ (সা:) কে নিয়ে অবমাননাকর প্রচার ও পর্নোগ্রাফির ঘটনায় দায়েরকৃত মামলায় ৩ আসামির ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন রাজশাহীর সাইবার ট্রাইব্যুনাল। একই সঙ্গে তাদের প্রত্যেককে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়।
সোমবার (১ নভেম্বর) বিকালে রাজশাহী সাইবার ট্রাইব্যুনালের বিচারক জিয়াউর রহমান এ রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- আমিনুল এহসান, জহিরুল ইসলাম ও খোকন। রায় ঘোষণার সময় সাজাপ্রাপ্ত দুই আসামি এহসান ও জহিরুল আদালতে উপস্থিত ছিলেন। অপর আসামি খোকন পলাতক।
অভিযোগ প্রমাণিত না হওয়ায় এ সময় আরও ৭ আসামিকে খালাস দেওয়া হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ইশমত আরা জানান, ২০১৩ সালের ২ নভেম্বর রাজীব নামের এক ব্যক্তির ফেসবুক আইডি থেকে মহানবীকে কটূক্তি করে ছবি আপলোড করা হয়। পরে মুসলমানরা হিন্দু ধর্মাবলম্বী রাজীবের বাড়ীতে হামলা, ভাঙচুর করে আগুন দেয়। পরে এ ঘটনায় ৫৭ ধারায় মামলা দায়ের করা হয়।
তিনি আরও জানান, পরবর্তীতে তদন্তে জানা যায়, আসামী আমিনুল এহসান তার ফটোকপির দোকান থেকে মহানবীকে কটূক্তি করা ছবি ফটোকপি করে বিক্রি করে। আরেক আসামি খোকন আসামি জহুরুলের কম্পিউটারের দোকান থেকে হিন্দু ধর্মাবলম্বী রাজীবের ফেসবুকে তা আপলোড করে প্রচার করে। আসামি আমিনুল এহসান আদালতে এ বিষয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দীও দেয়।
সুত্রঃ ঢাকা ট্রিবিউন
3 comments
রাসুলকে গালি দেওয়ার জন্য তাহলে কি তার শাস্তি হয়েছে এটা খুবই ভাল খবর
সমস্যা নাই এখন কাফিরদের দিন চলতাছে এরা কবরে গেলে বুঝবো।আমাদের দিন খুব শীগ্রই আসবে। এমনও হতে পারে আমাদের হাতে এদের জীবন যাবে।
নবীকে নিয়ে কটুক্তি কারীর বিচারের হয়েছে এটা আইনের শাসনের জন্য খুব দরকার ছিল