পঞ্চগড়ে শিশুকে বলাৎকারের অভিযোগে আবু বক্কর সিদ্দিক নামে (২৪) এক মাদরাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ।
শনিবার (২৯ জানুয়ারি) রাতে ওই শিক্ষকের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত শিক্ষকের বাড়ি সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের দক্ষিণ জিন্নাত পাড়া গ্রামে। সে ওই গ্রামের সিরাজুল ইসলাম ওরফে ছুটুর ছেলে। স্থানীয় হাফিজাবাদ ইউনিয়নের একটি নুরানি হাফেজিয়া মাদরাসার শিক্ষক আবু বক্কর।
এদিকে রোববারে (৩০ জানুয়ারি) দুপুরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ওই শিক্ষককে হাজির করা হলে আদালত ওই শিক্ষকের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
এর আগে গতকাল শনিবার রাতে ১২ বছর বয়সী ওই ছাত্রের বাবা বাদী হয়ে পঞ্চগড় সদর থানায় ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণের অপরাধে একটি মামলা দায়ের করেন।
পঞ্চগড় সদর থানার ওসি আব্দুল লতিফ মিয়া বলেন, গ্রেপ্তার হওয়া ওই মাদরাসা শিক্ষককে রোববার দুপুরে আদালতের হাজির করা হলে আদালত তার জামিন না মঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে।
সুত্রঃ আরটিভি নিউজ
6 comments
ছাত্রকে বলৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক!! করা হয় পাশবিক নির্যাতন। সত্যি বাংলাদেশ সেলুকাস
সমাজের এ কি অবস্থা কোথায় কোন নিরাপত্তা নেই কি মাদ্রাসা শিক্ষক বা ইমাম হায়েনার মত ওৎ পেতে থাকে
দাড়ি ও টুপি পড়ে অপকর্ম করে ধর্মকে নাস্তিকদের কুটক্তি করার সহজ পথ করে দিচ্ছি ভন্ড হুজুরা, এই লেবাসধারী আসলে হুজুর না শয়তান
হুজুরদের অনেক অনেক ধন্যবাদ। সব ছাত্রদের শিক্ষা দিতে হবে মেয়েদের দিকে মানুষ হিসেবে দেখতে হবে। সহিহ ভাবে ছেলে ছেলেদের সাথে মিলন করবে। তবে রেপ সেক্সুয়াল হারাসস্মেন্ত নারি নিরজাতন কমে যাবে ইনশাআল্লাহ। হুজুরদের সমকামি শিক্ষা ছড়িয়ে দিথে হবে। আল্ললাহ আমাদের বুঝার তউফিক দান করুক আমিন।
কিছু নামদাড়ী হুজুরের জন্য আজ মাদ্রাসার বদনাম হয়
কি হচ্ছে এগুলি বাংলাদেশের মাদ্রাসার ভিতরে ছি ছি ছি ছি ছি , অবিলম্বে মাদ্রাসা বন্ধ করে দেওয়া হোক এগুলো শুনতে আর ভালো লাগে না লজ্জা লাগে