চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার উত্তর ডেমশার উম্মুল কুরা দাখিল মাদ্রাসার এক সহকারী শিক্ষিকাকে নিজ কক্ষে ধর্ষণের মামলায় অধ্যক্ষ মাওলানা নিজাম উদ্দিনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত।
মঙ্গলবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ এর বিচারক জামিউল হায়দার এ রায় ঘোষণা করেন। পুরো বিচার প্রক্রিয়ায় আদালত ছয় জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন।
সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট নিখিল কুমার নাথ বলেন, ধর্ষণের অপরাধে মাওলানা নিজাম উদ্দিনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আসামি জামিনে গিয়ে বর্তমানে পলাতক। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
প্রসঙ্গত, ২০১৬ সালের ৩ জানুয়ারি প্রতিদিনের মতো ক্লাস শেষ করে বাড়ি যেতে চাইলে উক্ত সহকারী শিক্ষিকাকে কাজ আছে বলে কৌশলে আটকে রাখেন আসামি। একপর্যায়ে মাদ্রাসার দ্বিতীয় তলার নিজ কক্ষে নিয়ে গিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করেন। এ ঘটনায় একই বছরের ২৬ সেপ্টেম্বর ভুক্তভোগী নিজে বাদী হয়ে অধ্যক্ষের বিরুদ্ধে নারী ও শিশু নির্যান দমন আইনের ৯(১) ধারায় আদালতে একটি মামলা করেন। আদালতের নির্দেশে পরের বছরের ৮ ফেব্রুয়ারি আসামির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করে পিবিআই। পরে ২০১৮ সালের ১৯ ফেব্রুয়ারি আসামি নিজাম উদ্দিনের বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দেয় আদালত।
সুত্রঃ সমকাল
5 comments
How this land will carry such sin.. May Alllah forgive us.
Nawzubillah. A shob youdi and nasara kadiani huzur seze madrasa te teacher hoye. Ader sate madrasar manazment ke o shasti dewa uchit.
এই মহান ব্যক্তি বোধহয় ভুল করে ইহলোককে , জান্নাত ভেবে ফেলেছিলেন। ওর যাবজ্জীবন নয় ফাাসি চাই
দাড়ি টুপি পাঞ্জাবি হলেই অধ্যক্ষ হওয়ার যায় না এটাই তার প্রমান, অধ্যক্ষ হতে হলে প্রকৃত ইলেম লাগে, ইলেম থাকলে অন্তরে ভয় থাকবে।
Golam Mondal
এই অধ্যক্ষ যদি প্রকৃত দোষী প্রমাণিত হয় তাহলে ওকে ফাঁসি কার্যকর করা দরকার