ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে সোমবার রকেট হামলা চালায় রাশিয়া। এতে কয়েক ডজন বেসামরিক লোক নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। শহরটির মেয়র ইগর তেরেখভ ও হামলার নিন্দা জানিয়ে বলেছেন, আবাসিক এলাকাগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে।
খারকিভের বেশ কয়েকজন নারী বোমা হামলায় তাদের জীবন ওলটপালট হওয়ার বিষয়ে বিবিসির সঙ্গে কথা বলেছেন।
আলেনা নামে এক নারী বলেন, আমরা চারদিন ধরে বেসমেন্টে লুকিয়ে আছি এবং পরিস্থিতি শুধু খারাপ হচ্ছে। আমাদের খাবার ফুরিয়ে যাচ্ছে। তিনি ও তার দুই ছেলে বাড়ি থেকে বের হতে পারেননি।
এদিকে, সিভেতলানা আশ্রয় নিয়েছেন খারকিভ মেট্রোতে। তিনি বলেন, আমার পেছনের নারীর একটি ছোট বাচ্চা রয়েছে৷ আপনি কি কল্পনা করতে পারেন, এই পরিস্থিতিতে থাকাটা কেমন? কিন্তু গোলাগুলি বন্ধ হচ্ছে না।
মারিয়ানা বলেন, ঘটনার ধাক্কায় তিনি কান্না থামাতে পারেন না। তিনি বলেন, আমি কখনোই ধার্মিক ছিলাম না, কিন্তু আমি এখন প্রার্থনা করছি এবং সবাইকে ইউক্রেনের জন্য প্রার্থনা করতে বলছি।
অন্যদিকে, গোলাগুলি শুরু হওয়ার পরপরই এলেনা এবং তার মেয়ে খারকিভ থেকে পালাতে সক্ষম হন।
তিনি বলেন, হামলার মধ্যে আমরা ঘুম থেকে জেগে উঠি। এটা অবিশ্বাস্যরকম ভীতিকর ছিল। আমরা ইউক্রেনের জনগণের বিরুদ্ধে এই যুদ্ধ বন্ধ করতে অনুরোধ করছি।
উল্লেখ্য, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন গত বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সামরিক অভিযান ঘোষণার কয়েক মিনিট পরেই ইউক্রেনে বোমা ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে রুশ সেনারা। এরপর থেকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে। যুদ্ধে এখন পর্যন্ত ইউক্রেনের ৩৫২ বেসামরিক নাগরিক নিহত এবং এক হাজার ৬৮৪ জন আহত হয়েছেন। এ ছাড়া রাশিয়ার ৫ হাজার ৩০০ সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন।
সূত্র : বিবিসি, Rtv News