চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় বিয়ের প্রলোভনে এক কিশোরীকে ধর্ষণের মামলায় একটি মসজিদের ইমামকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার পর থেকে পলাতক ছিলেন সেই ইমাম।
বুধবার (৬ এপ্রিল) উপজেলার কালীপুর বাজার এলাকা হইতে মতলব উত্তর থানার একদল পুলিশ ওই ইমামকে গ্রেপ্তার করে।
পুলিশ সূত্রে জানায়, বিগত দিন ধরে বিয়ের প্রলোভন দেখিয়ে উপজেলার সানকিভাঙ্গা গ্রামের জৈনিক ওই কিশোরীকে ধর্ষণ করে আসছিল সানকিভাঙ্গা বায়তুল আমান জামে মসজিদের ইমাম মোঃ মাহবুব আলম (২৮)। এরই মধ্যে ওই কিশোরী ৭ মাসের অন্তঃসত্তা হয়ে হয়ে যায়। পরে গত ২৯ মার্চ ঘটনাটি প্রকাশ হলে স্থানীয় লোকজনের মাধ্যমে সমাধানের চেষ্টা হয়েছিল। কিন্তু কোন সমাধান হয়নি, বরং ইমাম গা ঢাকা দেন।
মাহবুব আলম মুন্সিগঞ্জ জেলার হোগলাকান্দি গ্রামের আমির হোসেন মোল্লার ছেলে। সানকিভাঙ্গা গ্রামের মসজিদে ইমাম হিসেবে চাকুরী করতেন।
পরবর্তীতে ৩১ মার্চ ভিকটিমের মা বাদী হয়ে মতলব উত্তর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। ওই মামলার প্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
মতলব উত্তর থানার ওসি মুহাম্মদ শাহজাহান কামাল বলেন, আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
সুত্রঃ একাত্তর
3 comments
ধর্ষণের শাস্তি প্রকাশ্যে শিরশ্ছেদ করা হোউক, বাংলাদেশে অত্যান্ত ইসলামী এই আইনটি প্রনয়ণ করার দাবী জানাচ্ছি।
বিয়ের প্রলোভনে এক কিশোরীকে ধর্ষণের মামলায় একটি মসজিদের ইমামকে গ্রেপ্তার করেছে। ঐ ইমাম বিচারক বানিয়ে জিনার শাস্তি কি আছে ইসলামে তাকে সেই শাস্তিই দেওয়া হোক
I demand the enactment of this very Islamic law in Bangladesh, even if the punishment for rape is publicly beheaded.