পটুয়াখালীর গলাচিপায় তৃতীয় শ্রেণির ছাত্রী ধর্ষণ চেষ্টায় মাদ্রাসা শিক্ষক এখন জেলহাজতে। ঘটনাটি ঘটেছে সোমবার সন্ধ্যায় গলাচিপা পৌরশহরের ৬ নম্বর ওয়ার্ডে টি এন্ড টি রোডের শিক্ষকের বাসায়। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে খলিলুর রহমানকে সোপর্দ করা হয়।
সূত্রে জানা গেছে, মো. খলিলুর রহমান মৃধা মাছুয়াখালী হানিফি দাখিল মাদ্রাসার সমাজ বিজ্ঞানের শিক্ষক হিসাবে কর্মরত। সে উপজেলার গোলখালী ইউনিয়নের নলুয়াবাগী গ্রামের মৃত মতলেব মৃধার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যা ছয়টার দিকে ওই শিক্ষকের ভাড়াকৃত বাসায় ওই ছাত্রী প্রাইভেট পড়তে আসে। প্রাইভেট পড়া শেষে একা পেয়ে মেয়েকে খলিলুর রহমান ধর্ষণের চেষ্টা করলে মেয়েটি ডাক চিৎকার দেয়। তখন স্থানীয়রা ওই শিক্ষককে ধরে থানায় খবর দিলে পুলিশ খলিলুর রহমানকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।
এ ব্যাপারে গলাচিপা থানা অফিসার ইনচার্জ মো. জাহিদ হোসেন বলেন, ওই শিক্ষকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন মামলা হয়েছে, । মঙ্গলবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
সুত্রঃ নয়া দিগন্ত