নারায়ণগঞ্জের আড়াইহাজারে নাট-বল্টু চুরির অভিযোগে তিন মাদ্রাসার শিক্ষার্থীর হাত বেঁধে বেধড়ক পিটিয়ে মাথার চুল কেটে দেওয়ার অভিযোগ উঠেছে গোপালদী পৌর মেয়র এম এ হালিম সিকদারের বিরুদ্ধে। এ নিয়ে এলাকাবাসীর মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।
সোমবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার গোপালদী পৌরসভার রামচন্দ্রদী এলাকায় এ নির্যাতনের ঘটনা ঘটে। অভিযুক্ত মেয়র উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকের পদেও রয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ভুক্তভোগী তিন শিশু শিক্ষার্থী সকালে মক্তবে যাওয়ার পথে মেয়র হালিম সিকদারের মালিকাধীন সিকদার সাইজিংয়ের সামনে পড়ে থাকা কয়েকটি নাট-বল্টু কুড়িয়ে খেলা করছিল। এ সময় মেয়র লোকজন নিয়ে কুড়িয়ে পাওয়া ওই নাট-বল্টু চুরির অভিযোগে তাদের আটক করে এবং হাত বেঁধে মারধর করেন।
একপর্যায়ে এক শিশু শিক্ষার্থীর চাচা শিশুদের পক্ষে নির্যাতন না করার জন্য অনুরোধ করলেও নির্যাতন থেকে রক্ষা করতে পারেনি। আশপাশে অনেক লোক জড়ো হয়। পরে রামচন্দ্রদী বাসস্ট্যান্ডে এনে তাদের মাথার চুল কেটে ভয়ভীতি দেখিয়ে ছেড়ে দেয়।
এক শিক্ষার্থীর অভিভাবক বলেন, কোনো কারণ ছাড়াই আমার ছেলেসহ তিন শিশুকে নির্যাতন করেছে। আমি এ ঘটনার বিচার দাবি করছি।
গোপালদী পৌর সভার মেয়র এমএ হালিম সিকদার ঘটনা নিশ্চিত করে জানান, এরা পেশাদার চোর। অতীতেও তারা চুরি করেছে। তাই তাদের চুল কেটে দিয়েছি।
আড়াইহাজার থানার ওসি আজিজুল হক হাওলাদার জানান, এ ব্যপারে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সুত্রঃ ইত্তেফাক
5 comments
অসভ্য মেয়রকে ধরে এ বাচ্চাদের সামনেই হাত বেধে টানা দরকার।ভোট ছাড়া চেয়ারম্যান খুবই দুঃখজনক।
শিশু নিরযাতনের এতবড় একটি ঘটনা দেশের মিডিয়া গুলো প্রচার করল না কেন? আর মেয়র এখনো কিভাবে বহাল তবিয়তে আছে?
ফিরোজ সাহেব ভূয়া ভূয়া নির্বাচনের ভোটের মাধ্যমে” সাপ” নির্বাচিত হয়। উনাকে মেয়র সাব নয়– মেয়র সাপ বলুন।
বর্তমানে এরকম নেতা দেশে অনেক আছে, যাদের বিবেক, বুদ্ধি, সামান্য মানবতা কোন কিছুই নাই।
Please punish to that Mayor immediately. Besides Awami league enjoying peace Missile in the Capital Of Bangladesh. This can do Terrorist govt.