চট্টগ্রামের বাঁশখালীতে মাদ্রাসা ছাত্রকে বলাৎকার করার অভিযোগে শাহ হাকিম মিঞা সিনিয়র মাদ্রাসার শিক্ষক মো. জাহাঙ্গীর আলম (২৬) কে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে (২৫ মার্চ ) তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার জাহাঙ্গীর সরল ইউনিয়নের মিনজিরিতলা গ্রামের বাসিন্দা। শনিবার রাতে শিশুটির মা বাদি হয়ে বাঁশখালী থানায় মামলা করেন।
জানা যায়, গত জানুয়ারি মাসে ১০ বছরের শিশুটিকে মাদ্রাসার হাফেজ বিভাগে ভর্তি করা হয়। শিশুটি মাদ্রাসার হোস্টেলে থেকে লেখাপড়া করছিল। অভিযুক্ত জাহাঙ্গীর ওই মাদ্রাসার হাফেজ বিভাগের শিক্ষক। তিনি প্রায় রাতে নিজের কক্ষে ডেকে নিয়ে শিশুটিকে বলাৎকার করতেন।
ছেলেটির বাবা জানান, গত দুই মাস ধরে সেখানেই থাকতো ছেলে। এর মধ্যে সে বাড়িতে এসে আর মাদ্রাসায় যাবে না বলে জানায়। পরে ছেলে তার মাকে বলাৎকারের বিষয়টি জানায়।
সুত্রঃ দেশান্তর