গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ছাত্রীদের যৌন হয়রানি করার অভিযোগে চিন্ময় বসু নামে প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষককে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কার শিক্ষক চিন্ময় বসু উপজেলার ৯৭ নম্বর কান্দি বানিয়ারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও কলাবাড়ি ইউনিয়নের কুমুরিয়া গ্রামের চন্দ্রকান্ত বসুর ছেলে।
মঙ্গলবার (১৬ মে) জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আব্দুল হামিদ অভিযুক্ত শিক্ষককে বহিষ্কার করেন। বিষয়টি বুধবার (১৭ মে) কোটালীপাড়া উপজেলা শিক্ষা অফিসার আমজাদ হোসেন নিশ্চিত করেছেন।
জানা গেছে, চিন্ময় বসু প্রতিনিয়ত শ্রেণিকক্ষে পাঠদানের সময় পঞ্চম শ্রেণির বিভিন্ন ছাত্রীদের কাছে ডেকে তাদের শরীরের স্পর্শকাতর স্থানে হাত দিতেন। এ ঘটনা ছাত্রীরা তাদের অভিভাবকদের জানালে তাদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়।
এ ঘটনা বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হলে জেলা শিক্ষা অফিসার মো. আব্দুল হামিদ শিক্ষক চিন্ময় বসুকে সাময়িকভাবে বহিষ্কার করেন।
এদিকে ওই বিদ্যালয়ের একাধিক ছাত্রী অভিভাবক চিন্ময় বসুর স্থায়ী বহিষ্কার দাবি করেছেন। তারা বলেন, এ ধরণের শিক্ষক যে বিদ্যালয়ে যাবে আমাদের ধারণা সেখানেই এ ধরনের কুকর্মে লিপ্ত হবে। তাই আমরা ওই শিক্ষকের স্থায়ী বহিস্কার দাবি করছি।
কোটালীপাড়া উপজেলা শিক্ষা অফিসার আমজাদ হোসেন বলেন, শিক্ষক চিন্ময় বসুর বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের প্রাথমিকভাবে সত্যতা পাওয়ায় তাকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় মামলার প্রস্তুতি চলছে। এই মামলায় সে দোষী সাব্যস্ত হলে তার বিরুদ্ধে বিভাগীয় বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।
সুত্রঃ ইত্তেফাক