পাকিস্তানের খাইবার পখতুনখওয়া প্রদেশের ট্যাংক জেলায় জঙ্গি হামলায় তিন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছে।
শুক্রবার একটি পুলিশ দপ্তর ও আবাসিক এলাকার মূল প্রবেশপথে আত্মঘাতী বোমা হামলা চালায় এক জঙ্গি, এরপর তার বেশ কয়েকজন সঙ্গী সেখানে হামলা চালায় বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ কর্মকর্তা ইফতিখার শাহ বলেন, “আমাদের বাহিনীর পাহারায় থাকা রক্ষীরা তাদের সঙ্গে বন্দুক লড়াই শুরু করে হামলাকারীদের কয়েক ঘণ্টা আটকে রাখে।
প্রাদেশিক পুলিশ প্রধান আখতার হায়াত জানান, হামলাকারীদের মধ্যে তিনজন নিহত হয়েছে।
“বাকিদের সন্ধানে তল্লাশি চালাচ্ছি আমরা, তাদের মধ্যে আহত দুইজনও আছে,” বলেছেন তিনি।
রয়টার্সের প্রতিনিধির কাছে পাঠানো এক বিবৃতিতে স্বল্প পরিচিত জঙ্গি গোষ্ঠী আনসার-উল-ইসলাম হামলার দায় স্বীকার করেছে। এটি তাদের প্রথম হামলা ছিল বলে গোষ্ঠীটি দাবি করেছে।
পুলিশ কথিত জঙ্গি গোষ্ঠী আনসার-উল-ইসলামের দাবির সত্যাসত্য যাচাই করেনি।
এর আগে চলতি সপ্তাহের মঙ্গলবার ট্যাংকের পাশের জেলা ডেরা ইসমাইল খানে নিরাপত্তা বাহিনীর একটি চেকপোস্টে জঙ্গি হামলার পাকিস্তানের সামরিক বাহিনীর ২৩ সেনা নিহত হয়। নিহত ৬ জঙ্গিসহ এটি চলতি বছর পাকিস্তানে হওয়া সবচেয়ে প্রাণঘাতী হামলা।
পাকিস্তানি জঙ্গি গোষ্ঠী তেহরিক-ই-জিহাদ পাকিস্তান (টিজেপি) এক বিবৃতিতে হামলার দায় স্বীকার করেছে। সম্প্রতি পাকিস্তানজুড়ে জঙ্গি হামলার ঘটনা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।
সুত্রঃ বিডিনউজ ২৪.কম