মানিকগঞ্জে নয় বছর বয়সী এক মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের ঘটনায় জাহাঙ্গীর আলম (২২) নামের এক মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছেন পুলিশ। শুক্রবার (২২ ডিসেম্বর) সকালে ভুক্তভোগী শিক্ষার্থীর মা বাদি হয়ে মানিকগঞ্জ সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। এরপর, জাহাঙ্গীরকে গ্রেপ্তার করে বিকেলে আদালতে পাঠানো হয়।
মামলা সূত্রে জানা যায়, বলৎকারের শিকার ওই মাদ্রাসা শিক্ষার্থী মানিকগঞ্জ পৌর এলাকার আল হেরা ইন্টারন্যাশনাল মাদ্রাসার আবাসিকে হেফজ বিভাগে লেখাপড়া করে। বৃহস্পতিবার রাত ১টার দিকে ওই শিক্ষার্থীকে মোবাইলে কার্টুন দেখানোর প্রলোভন দেখিয়ে রুমের বাহিরে ডেকে নেয় ওই শিক্ষক। কার্টুন দেখানো অবস্থায় মাদ্রাসার চার তালায় নিয়ে ওই শিক্ষার্থীকে জাহাঙ্গীর আলম জোর করে বলাৎকার করে। ওই শিশু কান্নাকাটি করলে জাহাঙ্গীর আলম কাউকে কিছু না বলতে বিভিন্ন ভয়ভীতি দেখায়। আজ সকাল ৮ টার দিকে ওই শিক্ষার্থী বাড়িতে গিয়ে কান্না করতে করতে তার মাকে বিষয়টি জানায়।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিল হোসেন জানান, ‘এক মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের ঘটনায় মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীর মা বাদি হয়ে একটি মামলা করেন। তারপর মাদ্রাসা শিক্ষক জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করে আজ আদালতে প্রেরণ করা হয়েছে।
সুত্রঃ ভোরের কাগজ