রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার (ডিজিএফআই) দেয়া গোপন তথ্যে মঙ্গলবার কমলাপুর রেলওয়ে স্টেশনের ভিতরে ক্যাফেটরিয়ার দোকানের সামনে এবং চট্টগ্রামের ফিরিঙ্গি বাজার রোড ও কোতায়ালি এলাকায় পৃথক অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের ৩ সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করে এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)। গ্রেপ্তারকৃতরা হলেন- সিয়াম শোয়াইব জিম (১৯), মো. শহীদুল ইসলাম (১৮) ও মুনতাসিন আহম্মেদ তৌসিব (১৮)।
গ্রেপ্তারকৃতদের কাছ থেকে তিনটি এন্ড্রয়েড মোবাইল ফোন, তিনটি বাটন মোবাইল ফোন এবং ১৬ টি বিভিন্ন উগ্রবাদী বই জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার এটিইউর পুলিশ সুপার (ট্রেনিং ও অতিরিক্ত দায়িত্বে মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইং) মোছা: শিরিন আক্তার জাহান বলেন, গ্রেপ্তারকৃতরা নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের পক্ষে বিভিন্ন অপরাধমূলক কাজে একে অপরকে সাহায্য সহায়তা করছিলো এবং সংগঠনের পক্ষে প্রচার-প্ররোচনা চালাচ্ছিলো।
তারা কারাবন্দী শীর্ষ জঙ্গিদের সাথে বাইরে মুক্ত জঙ্গিদের যোগাযোগের মাধ্যম হিসেবে কাজ করত। একইসাথে নিয়মিতভাবে কারাবন্দী জঙ্গিদের লজিস্টিকস্ সহায়তা প্রদান করত। গ্রেপ্তারকৃতরা জনমনে ত্রাস ও ভীতি সৃষ্টি এবং জননিরাপত্তা বিপন্ন করার লক্ষ্যে আনসার আল ইসলামের কার্যক্রম পরিচালনার জন্য এবং খিলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে প্রচার-প্ররোচনা ও প্রস্তুতি গ্রহণ করছিল। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ঢাকা রেলওয়ে থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে।
সুত্রঃ আমাদের সময়.কম