আফগানিস্তানের সীমান্তবর্তী এলাকায় পাকিস্তানের সেনাচৌকিতে আত্মঘাতী জঙ্গি হামলায় অন্তত সাতজন নিহত হয়েছেন। শনিবার (২৬ মার্চ) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
পাকিস্তানের সেনাবাহিনী জানিয়েছে, শনিবার সকালে আফগানিস্তানের সীমান্তবর্তী এলাকায় একটি মিলিটারি চৌকিতে হামলা চালিয়েছে জঙ্গিরা। বিস্ফোরকবোঝাই গাড়ি ও আত্মঘাতী এ হামলায় নিরাপত্তা বাহিনীর সাত সদস্য নিহত হয়েছেন।
সামরিক বাহিনীর মিডিয়া উইংয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে এ হামলা হয়েছে। ছয় জঙ্গি মিলে এ হামলা চালিয়েছে। তবে হামলায় জড়িত জঙ্গিগোষ্ঠীর পরিচয় জানায়নি সেনাবাহিনী।
বিবৃতিতে বলা হয়েছে, সীমান্তের এ চৌকিতে জঙ্গিরা একটি বিস্ফোরকবোঝাই গাড়ি ঢুকিয়ে দেয়। এছাড়া এ সময় তারা বেশ কয়েকটি আত্মঘাতী হামলাও চালায়। এতে একটি ভবনের অংশবিশেষ ধসে পড়ে। এতে নিরাপত্তা বাহিনীর পাঁচ সদস্য নিহত হন। এছাড়া পরবর্তীতে জঙ্গিদের সাথে
আফগানিস্তানের সীমান্তবর্তী পাকিস্তানের খাইবারপখতুনখাওয়া প্রদেশের ওয়াজিরিস্তানের এক বাসিন্দা জানান, সেনাচৌকিতে বিস্ফোরণের সময় ঘরের দরজা কেঁপে উঠেছে। এছাড়া বিস্ফোরণে ভবনের জানালাও ক্ষতিগ্রস্ত হয়েছে।
পাকিস্তানের সরকার ও নিরাপত্তাকর্মীরা জানান, সাম্প্রতিক মাসগুলোতে দেশটিতে হামলার ঘটনা বৃদ্ধি পেয়েছে। এ হামলার বেশিরভাগে পাকিস্তানে নিষিদ্ধঘোষিত জঙ্গিগোষ্ঠী তেহরিক-ই-তালেবান (টিটিপি) দায় স্বীকার করে আসছে। আফগানিস্তানের ভূখণ্ড থেকে তারা এ হামলা চালিয়ে আসছে।
অফগানিস্তান থেকে এসব হামলার কারণে পাকিস্তান ও তালেবানের সম্পর্কের অবনতি হচ্ছে। তবে জঙ্গিদের আফগানিস্তানের ভূখণ্ড ব্যবহার করতে দেওয়ার অভিযোগ অস্বীকার করেছে তালেবান।
সুত্রঃ কালবেলা