গাজী টিভির নিউজ প্রেজেন্টার রেহরুমা সারা নামে একজন সাংবাদিকের মৃত দেহ পাওয়া গেছে হাতিরঝিলে।যে কিনা ছাত্র আন্দলনে সব সময় চিল। আর বঙ্গবন্ধু ভাষ্কর্য যে ভাঙ্গা হলো সে দিন সে বিচ্তারিত পোষ্ট দিতে ছিল। আর অনেকের অনেক গালাগাল ও খেয়েছে । আর আজ তাঁকেও দেখে দেওয়া হয়েছে। এটা হলো স্বাধীনতা।
হায়রে সোনার বাংলাদেশ যায় পরাধীনতা আজীবন চলবে![]()
![]()
